শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টকশো-তে সাংবাদিককে ফেলে পেটালেন নেতা (ভিডিও)

আপডেট : ২৫ জুন ২০১৯, ১৭:১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের এক শীর্ষ নেতা টিভিতে লাইভ টকশো চলাকালীন হামলা করলেন সাংবাদিকের উপর। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা মনসুর আলি সিয়ালের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরই উঠেছে নিন্দার ঝড়।

সোমবার রাতে একটি পাক সংবাদ চ্যানেলে 'নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি' নিয়ে টকশো চলছিল। সেখানেই শীর্ষ সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের উপর চড়াও হন ওই পিটিআই নেতা।

বিতর্ক চরমে পৌঁছলে ক্ষেপে গিয়ে তিনি উঠে দাঁড়িয়ে সাংবাদিককে ধাক্কা মেরে মাটিতে ফেলে তাঁর উপর ঘুষি চালাতে থাকেন। পরিস্থিতি চরমে ওঠায় উপস্থিত অন্যান্য অতিথি ও ক্রু-রা অনেক কষ্টে তাঁকে টেনে সরিয়ে আনেন। 

আরও পড়ুনঃ নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে: জরিপ

এই ভিডিও টুইটারে পোস্ট করেছেন পাকিস্তানের ফ্রিলান্স সাংবাদিক নায়লা ইনায়াত। তিনি লিখেছেন, 'এটাই কি নয়া পাকিস্তান? লাইভ শোয়ে করাচি প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ খানের উপর হামলা পিটিআই এর মনসুর আলি সিয়ালের।' 

ইত্তেফাক/টিএস