শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযত থাকতে বললো চীন

আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:০৭

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতি তীব্র উত্তেজনাময় হয়ে ওঠার প্রেক্ষাপটে চীন মঙ্গলবার এই আহ্বান জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, অন্ধের মতো চাপ বাড়াতে থাকলে সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, এটিই সত্য বলে প্রমাণিত যে প্রত্যেক পদক্ষেপেরই বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এবং এটি আঞ্চলিক অস্থিরতাকে উস্কে দেবে।  আমরা আশা করি সংশ্লিষ্ট সকলে শান্ত ও সংযত এবং উত্তেজনা আরো বাড়ে এমন কোন পদক্ষেপ থেকে বিরত থাকবে।

আরও পড়ুনঃ নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে: জরিপ

সম্প্রতি আকাশসীমা লংঘন করার অভিযোগে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করায় ট্রাম্প তেহরানের ওপর হামলার নির্দেশ দিয়েও পিছু হটেন। তবে, তিনি সোমবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন যা উভয়দেশের উত্তেজনাকর পরিস্থিতিকে তীব্রতর করেছে।

ইত্তেফাক/টিএস