শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অবশেষে সীমান্তে ট্রাম্প-কিমের সাক্ষাৎ

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৩:৩৬

অবশেষে বহু নাটকীয়তা পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয়বারের মত দেখা সাক্ষাৎ করলেন। কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বেসামরিক এলাকায় (ডিএমজেড) কুশল বিনিময়ের জন্য দুই নেতা মিলিত হয়েছেন। এছাড়া প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। খবর বিবিসির। 

ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরীয়ার নেতা কিমের সঙ্গে হাত মিলিয়েছেন। এছাড়া দুই নেতা সংবাদ সম্মেলনের জন্য এক বৈঠকে বসেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম এই সাক্ষাতকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করেছেন। 

এর আগে জি-২০ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমকে তিনি আরো একটি সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর এক টুইট বার্তায় ট্রাম্প লিখেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর আমি জাপান থেকে প্রেসিডেন্ট মুনের সঙ্গে দক্ষিণ কোরিয়া যাচ্ছি। 

টুইটে ট্রাম্প আরো বলেন, ‘কিম যদি এটা দেখে থাকেন তাহলে সীমান্তে আমি তার সঙ্গে দেখা করতে চাই, করমর্দন করে হ্যালো বলতে চাই!’ 

ইত্তেফাক/এসআর