মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদি আরবে ফের ইয়েমেনি ড্রোন হামলা

আপডেট : ৩০ জুন ২০১৯, ১৯:২২

সউদি আরব শনিবার ইয়েমেনী বিদ্রোহীদের দুটি ড্রোন ঠেকিয়ে দিয়েছে। ড্রোন দুটির হামলার লক্ষ্যস্থল ছিল সউদি আরবের দক্ষিণাঞ্চল। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ কথা জানায়।

দেশটির সরকারি বার্তা সংস্থা জোটের উদ্ধৃতি দিয়ে জানায়, প্রথম ড্রোনটি হামলার লক্ষ্যস্থল হিসেবে জিজান প্রদেশ এবং দ্বিতীয় ড্রোনটি আবাসিক এলাকা আসির প্রদেশকে বেছে নিয়েছিল। তবে ড্রোন ঠেকাতে গিয়ে ক্ষয়-ক্ষতির কোন ঘটনা ঘটেছে কিনা সৌদি জোট সে সম্পর্কে কিছু জানায়নি।

এদিকে এর আগে বিদ্রোহীরা সউদি আরবের জিজান ও আসির প্রদেশের রাজধানী আবহাতে ড্রোন হামলা চালানোর দাবি করে।

আরও পড়ুনঃ হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সম্প্রতি সউদি সীমান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। যদিও এর আগে ২০১৫ সালের মার্চ মাস থেকে তারা জোট বাহিনীর অনবরত বিমান হামলার সম্মুখীন হয়েছে। এতে অসংখ্য বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

ইত্তেফাক/টিএস