মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আট নির্বাচন কর্মকর্তাকে হত্যা করলো তালেবান

আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:২৭

দক্ষিণ আফগানিস্তানে তালেবান হামলায় কমপক্ষে আট নির্বাচন কর্মকর্তা নিহত হয়েছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা রোববার  এ কথা বলেছেন। খবর এএফপির।

আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এর মুখপাত্র জাবিউলুল্লাহ সাদাত এএফপিকে বলেন, শনিবার রাতে দক্ষিণ কান্দাহার প্রদেশের মারুফ জেলার একটি কেন্দ্রে হামলা চালানোর জন্য তালিবানরা বিস্ফোরক ভর্তি যানবাহন ব্যবহার করেছিল।

তিনি "দুর্ভাগ্যবশত, কমিশনের আট কর্মকর্তা মারা গিয়েছে। তারা ভোটারদের নিবন্ধন করার জন্য জেলার সরকারি অফিসে অবস্থান করছিলেন।

পুলিশের একজন মুখপাত্র কাসিম আফগান বলেন, হামলায় কিছু নিরাপত্তা বাহিনীর কর্মীও নিহত হয় এবং জেলার সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

ইত্তেফাক/টিএস