শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধস, নিহত বেড়ে ১৪

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১০:২৬

ভারতের মুম্বাইয়ে শতবর্ষী ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো অনেকে। ধ্বংসাবশেষের নিচে আরো অনেক লোক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জন বহুল ডোঙ্গরি এলাকায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভবনটি ভেঙে পড়ে।  

মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে অন্তত  ৪০ থেকে ৫০ জন মানুষ আটকে পড়ে আছেন।এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। 

ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) কয়েকটি দল। এছাড়া এখানকার স্থানীয় লোকেরাও এই ধ্বংসস্তুপ সরানোর কাজে হাত দিয়েছেন। 

আরো পড়ুন: আসামে বন্যায় পানিবন্দি অর্ধকোটি মানুষ, নিহত ২০ 

গত কয়েক সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কারণে এলাকার বেশির ভাগ বাড়িই জলমগ্ন। এ কারণেই জীর্ণ ভবনটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ইত্তেফাক/এসআর