শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগুন দিয়ে মাদ্রাসা পুড়িয়ে দিলো গোরক্ষকরা

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:৪৫

ভারতের উত্তরপ্রদেশে গোরক্ষকরা একটি মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে গরুর মাংস পাওয়া গেছে-এমন খবরে হামলা চালান তারা। সোমবার প্রদেশের ফাতেহপুর জেলার বেহতা গ্রামে  এ ঘটনা ঘটে। এলাকাটিতে গরুর মাংস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ফতেহপুরের বিন্দস্কি থানার উপ-পরিদর্শক উমা শংকর যাদব জানান, মাদ্রাসার সীমান্ত প্রাচীর ভেঙে প্রায় ৫০ জন লোকের একটি সোমবার সন্ধ্যায় ভেতরে ঢুকে পড়ে। পরে তারা মাদ্রাসা ভবনটি আগুনে পুড়িয়ে দেয়।

এ ঘটনায় গরু সুরক্ষা অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করে পুলিশ। কর্মকর্তা বলেন, পশুচিকিত্সক নিশ্চিত করেছে যে মাদ্রাসাটির কাছাকাছি পাওয়া মাংসটি গরুর মাংস। গরুর মাংস উদ্ধারের পর এলাকাটিতে উত্তেজনা বেড়ে যাওয়ার পর সোমবার থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ আরও জানায়,  যখন জনতা হামলা করেছিল তখন মাদ্রাসায় কেউ ছিল না।

আরও পড়ুনঃ কোহলিকে বিয়ে করার কারণ জানালেন অনুশকা!

জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব সিং ও ফতেহপুরের এসপি রমেশ সেন হিন্দুস্তান টাইমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এক ব্যক্তিকে গরু জবাই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য সন্দেহভাজনরা পলাতক।

ইত্তেফাক/টিএস