শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'মিয়ানমারের সেনাকর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অপর্যাপ্ত'

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৮:৪৮

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে তা যথেষ্ট নয় বলে মনে করেন জাতিসংঘের দূত ইয়াংহি লি। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সপ্তাহে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিন অং হলাইং এবং আরো তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মিয়ানমার সেনাবাহিনীর ‘জাতিগত নিধনের’ বিরদ্ধে এটাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর শস্তিমূলক পদক্ষেপ। যদিও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পদক্ষেপ যথাযথ বলে বর্ণনা করেছে। 

সংবাদ সম্মেলনে ইয়াংহি লি বলেছেন, সেনাপ্রধান মিন অং হলাইং, উপ সেনা প্রধান সোয়ে উইন এবং ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং অং অং ছাড়াও রোহিঙ্গা নিপীড়ন বিষয়ে ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে অন্য যে দুইজন সেনা কর্মকর্তার নাম এসেছে তাদের সবাইকে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা উচিত।

ইত্তেফাক/আরকেজি