বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভবিষ্যতের যুদ্ধ ঠেকাতে লেখক নিয়োগ ফরাসি আর্মির

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৯:০১

বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখকদের নিয়ে ‘রেড টিম’ নামের একটি বাহিনী তৈরি করতে যাচ্ছে ফরাসি সেনাবাহিনী। তাদের কাজ হবে ভবিষ্যতে হুমকি হতে পারে এমন নানা বিষয় কল্পনা করে বের করা। খবর বিবিসির। 

ডিফেন্স ইনোভেশন এজেন্সির (ডিআইএ) নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এই লেখকরা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি কল্পনা করে সামরিক কৌশল ঠিক করবে যা হয়তো এখনো কেউ চিন্তা করেনি।

এই দলের কর্মকান্ড হবে অত্যন্ত গোপনীয়। তারা নানা ধরণের বিষয় বিবেচনায় রেখে কাজ করবেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: লোকসভা নির্বাচন ইতিহাস নয় রহস্য: মমতা ব্যানার্জি

প্রতিরক্ষায় ফরাসিদের নতুন ধরণের কলাকৌশল উদ্ভাবনের অংশ হিসাবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

ইত্তেফাক/এসআর