শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে একদিনে বজ্রপাতে ৩২ জনের প্রাণহানি

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৯:৪৪

ভারতের উত্তর প্রদেশে রবিবার ভয়াবহ বজ্রপাতে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। রাজ্য সরকারের এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়, রবিবারের বজ্রপাতে কানপুর ও ফতেহপুরে ৭ জন, ঝাঁসিতে ৫ জন, জালাউনে ৪ জন, হামিরপুরে ৩ জন, গাজীপুরে ২ জন, জৌনপুর, প্রতাপগড়, কানপুর দেহাত ও চিত্রকুটে ১ জনের প্রাণহানি ঘটেছে। 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বজ্রপাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে ঘটনার শিকার প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার নির্দেশ দিয়েছেন।  

আরও পড়ুন: ভবিষ্যতের যুদ্ধ ঠেকাতে লেখক নিয়োগ ফরাসি আর্মির​ 

ভারতে প্রতি বছর বজ্রপাতে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি, ফার্স্ট পোস্ট, আরটি। 

ইত্তেফাক/এসআর