শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের সঙ্গে সমঝোতা কঠিন হয়ে পড়েছে: ট্রাম্প

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৯:১৯

ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ  করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।’ 

মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে।

এছাড়া ১৭ জন সিআইএ’র গুপ্তচরকে গ্রেফতার ও  এসব গুপ্তচরদের কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার যে দাবি করেছে ইরান ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। 

আরও পড়ুন: পানামায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ ঘোষণা

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ইরানের এই দাবি একেবারেই মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্য নেই। এটি তাদের ধ্বংসের মুখে পড়ে যাওয়া ধর্মীয় শাসনের ড্রোন ভূপাতিত করার মতোই আরেকটি মিথ্যা ও বানোয়াট প্রচারণা। এমনকি তাদের অর্থনীতিও আজ ধ্বংসের পথে।

ইত্তেফাক/এসআর