শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘কাশ্মীর ও পাকিস্তান ভারতেরই অংশ’

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১০:০৯

পাকিস্তান ও কাশ্মীর ভারতেরই অংশ। কাশ্মীর কোনদিনই পাকিস্তানের অংশ ছিল না আর ভবিষ্যতেও কাশ্মীর পাকিস্তানের অংশ হবে না। অস্ট্রেলিয়ার মুসলিম নেতা মোহাম্মদ তাওহিদি এক টুইট বার্তায় এ কথা বলেন।  

স্বঘোষিত ইসলামিক সংস্কারক ইমাম মোহাম্মদ তাওহিদি আরও লিখেছেন, ‘ভারত দেশটি ইসলামের থেকেও পুরনো। তাই ভারতকে যেন পাকিস্তান ছেড়ে দেয়। পাকিস্তানকে সৎ হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। 

টুইটারে এই  ইসলামিক সংস্কারকের এমন বার্তার পর অনেকে মন্তব্য করেছেন। ইতোমধ্যেই তার এই টুইট ২২ হাজারের বেশি বার রিটুইট হয়েছে। কেউবা এই নেতার পক্ষে কথা বলেছেন, আবার কেউ বলেছেন বিপক্ষে। 

এর আগে এই ইসলামিক নেতা যখন ভারতে এসেছিলেন, তখনও তিনি বলেছিলেন যে কাশ্মীর আসলে হিন্দুদেরই জায়গা ছিল, আর এই কাশ্মীর কখনই পাকিস্তানের অংশ ছিল না। 

আরও পড়ুন: কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এইচআরডব্লিউ'র আহ্বান

অগাস্টের ৫ তারিখে সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারত। এর পর থেকে কাশ্মীরে চরম উত্তেজনা বিরাজ করছে। 

ইত্তেফাক/এসআর