বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে ইন্টারনেট-টেলিফোন সুবিধা আংশিক চালু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৬:৪৯

জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট সেবা আংশিক চালু হয়েছে। শনিবার সকাল থেকে কাশ্মীর উপত্যাকায় চালু করা হয়েছে ১৭টি টেলিফোন এক্সচেঞ্জ। শ্রীনগরের কিছু অংশে পাওয়া যাচ্ছে টেলিফোনের সুবিধা। ফলে টানা ২ সপ্তাহ পর খুলল টেলিফোন লাইন। বদগাম, সোনমার্গ, মনিগামে চালু হয়েছে টেলিফোন পরিসেবাও। 

উত্তর কাশ্মীরের গুরেজ, তনমার্গ, উরি কেরান, তংধরেও চালু হয়েছে ফোন। শ্রীনগরে সিভিল লাইনস, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দরের আশপাশের এলাকাতেও চালু হয়েছে ফোন। কাশ্মীর উপত্যাকায় না হলেও জম্মুর ৫ জেলায় চালু হয়েছে মোবাইল ফোন। জম্মু, রেসি, সাম্বা, কাঠুয়া, উধমপুরে চালু হয়েছে ২জি সেবা।

আরও পড়ুন : পছন্দের সিট না পেয়ে বিমান ক্রুর মুখে গরম পানি ছুড়লেন যাত্রী!

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়ে দেন, শুক্রবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ফোনের সুবিধা ধাপে ধাপে চালু করা হবে। স্কুল কলেজ খুলবে সোমবার থেকে।

ইত্তেফাক/কেআই