বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজকে দায়ী করে মার্কিন সিনেটে প্রস্তাব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২৭

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের শুরু থেকেই সন্দেহের শীর্ষে রয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুবরাজকে দোষারোপ করতে রাজি না হলেও সিনেটরদের অনেকেই নিশ্চিত এই হত্যাকাণ্ডের পেছনে তারই হাত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পেশ করেছেন সিনেটররা। বুধবার আনা প্রস্তাবে বলা হয়েছে, সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেনে সামরিক আগ্রাসনের জন্য সৌদি যুবরাজ সালমানই দায়ী। খবর আল-জাজিরার

এ প্রস্তাবের মাধ্যমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল যুবরাজকেই আনুষ্ঠানিকভাবে দায়ী করল। দুই দলের ছয় সিনেট সদস্য সর্বোচ্চ পর্যায়ের আস্থা নিয়ে এ প্রস্তাব উত্থাপন করেন। তারা বলেন, সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে। তার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে।

ইত্তেফাক/আরকেজি