শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাকা না দেয়ায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে: ট্রাম্প

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানকে দেয়া ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সাহায্য বন্ধ করে দেয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক ভালো হয়েছে। নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘‘আমি পাকিস্তানকে দেয়া ১ দশমিক ৩ বিলিয়ন ডলার সাহায্য বন্ধ করে দিয়েছি। এবং এরপর দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে। আপনারা জানেন, সম্প্রতি পাকিস্তানের  প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফর করেছেন। বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে।’’

ট্রাম্প দাবি করেন, বৈদেশিক সম্পর্ক টাকা দেয়া না দেয়ার উপর নির্ভর করে না। কয়েকটি দেশকে দেয়া সাহায্য বন্ধ করে তা তিনি প্রমাণ করেছেন।

আরও পড়ুনঃ মালয়েশিয়ার ৭ রাজ্যে জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা

ট্রাম্প বলেন, ‘আমি দ্বায়িত্বে নেয়ার পর ফিলিস্তিনের সাহায্যও বন্ধ করে দিযেছি। কারণ তারা আমেরিকার বিরুদ্ধে খুব খারাপ ভাষায় কথা বলতো। আমরা তাদেরকে ৫০০ বিলিয়ন ডলার দিতাম। এখন এক টাকাও দিই না।’’

ইত্তেফাক/টিএস