মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংসদে বিতর্ক চলছে, এমপির ছেলেকে দুধ খাওয়াচ্ছেন স্পিকার!

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৬:২২

সংসদে বিতর্ক চলছে। সব পক্ষকে সামাল দিচ্ছেন স্পিকার। তারই মধ্যে তিনি আরও একটি কাজ সারলেন। আর মন জয় করে নিলেন মানুষের। বিতর্ক চলাকালীন স্পিকারের চেয়ারে বসেই এক সাংসদের দুধের শিশুকে কোলে নিয়ে খাওয়ালেন তিনি। 

নিউজিল্যান্ডের ঘটনা এটি। বেবিসিটারের ভূমিকায় অবতীর্ণ হলেন সংসদের স্পিকার ট্রেভর মালার্ড। হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিতর্ক চলাকালীনি তিনি বোতলে করে দুধ খাওয়ান সাংসদ টামাটি কফির শিশুকে। সেই ছবি পোস্ট করে মালার্ড রসিকতার ছলে ক্যাপশনে লিখেছেন, 'সাধারণত স্পিকারের চেয়ার অফিসারদের নেতৃত্ব দিতে ব্যবহৃত হয়। আজ এক ভিআইপি আমার সঙ্গে এই চেয়ারে রয়েছে। পরিবারের নতুন নতুন সদস্যের জন্য অভিনন্দন টামাটি কফি এবং টিমকে।' 

গত জুলাইতে পুত্রসন্তান জন্মের খবর দিয়েছিলেন কফি। পিতৃত্বকালীন ছুটি শেষ করে বুধবার তিনি যোগ দেন সংসদের বিতর্কে। সঙ্গে নিয়ে যান তাঁর দুধের শিশুকে।

আরও পড়ুনঃ যৌন স্পর্শ, হেল্পলাইনে ফোন করে বাবাকে ধরিয়ে দিলো মেয়ে

শিশুকে নিয়ে স্পিকার মালার্ডের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। পুরুষরাও যে শিশুদের খেয়াল রাখতে পারে, এই ছবি সেই বার্তাই দিচ্ছে বলে মত দিয়েছেন অনেকে।

ইত্তেফাক/টিএস