মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিনা অপারেশনে বের করা হল ৫ ইঞ্চির টিউমার

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৪১

পশ্চিমবঙ্গের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকেরা বৃহস্পতিবার কোন অস্ত্রোপচার ছাড়াই পাঁচ ইঞ্চির টিউমার বের করেছেন। ‘এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন’ (ইএসডি) পদ্ধতিতে ওই টিউমার বের করা হয়।  

পশ্চিমবঙ্গের তারকেশ্বরের বালিগুড়ির বাসিন্দা প্রীতম সাউরের (২৭) খাবার খেতে অসুবিধা হচ্ছিল। তার হজমের সমস্যার পাশাপাশি বুক জ্বালা করত। চিকিৎসার জন্য প্রীতমকে তার পরিবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তার খাদ্যনালির শেষে বড় একটি টিউমার রয়েছে। গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসক মানস মণ্ডল এবং তার সহযোগীরা বৃহস্পতিবার এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন’ (ইএসডি) পদ্ধতিতে ওই পাঁচ ইঞ্চির টিউমারটি বের করেন।

প্রীতমের ভাই অমিত সাউ বলেন, ‘‘টিউমার অস্ত্রোপচার করতে হয় শুনেছি। কিন্তু অস্ত্রোপচার ছাড়াই সেটি বের করা হবে শুনে বেশ অবাক হয়েছিলাম। এখন ভাইকে সুস্থ দেখে আশ্বস্ত লাগছে।’’

আরও পড়ুন: রাবি’র ছাত্রশিবিরের সভাপতি গ্রেফতার

চিকিৎসক মানস মণ্ডল বলেন, ‘‘অস্ত্রোপচারের মাধ্যমে সাধারণত এ ধরনের টিউমার বের করা হয়ে থাকে। কিন্তু এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন পদ্ধতির সাহায্যে বের করলে অস্ত্রোপচার করার কোনও প্রয়োজন হয় না। এত বড় টিউমার এই পদ্ধতিতে বের করলাম এই প্রথম। সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল।’’-আনন্দবাজার

ইত্তেফাক/আরকেজি