শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাখাইনে আরাকান আর্মির হাতে অনেক সেনা কর্মকর্তা নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:০০

মিয়ানমারের উত্তরাঞ্চলে রাখাইন প্রদেশে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাখাইনে এ ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম ‘ইরাবতি’ শুক্রবার এ খবর জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী প্রধানের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রাখাইনের বুথিডং ও রাথেডং এলাকায় আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছেন। তবে কতজন নিহত হয়েছেন তা প্রকাশ করেনি সেনাবাহিনী। 

তবে সংবাদমাধ্যম ‘ইরাবতি’ জানায়, সেনা সদস্যরা চারজন আরাকান আর্মির সদস্যকে হত্যা এবং তাদের এম-২২ রাইফেল জব্দ করেছে। 

সংঘর্ষের সময় আরাকান আর্মির কমপক্ষে ৮০ জন যোদ্ধা সেনাবাহিনীর ইউনিট বিচ্ছিন্ন করার পরিকল্পনা করে। এছাড়া বিদ্রোহীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরাকান আর্মি হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের একটি সংগঠন। এরা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করছে। 

ইত্তেফাক/জেডএইচ