বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে রাহুলের সঙ্গে থাকা সাংবাদিকদের মারধরের অভিযোগ

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:৫৯

রাহুল গান্ধীসহ ভারতের বিরোধী রাজনৈতিক শিবিরের নেতাদের কাশ্মীরে সফরসঙ্গী হিসেবে থাকা সাংবাদিকদের হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠেছে। কংগ্রেসসহ মোট আট দলের নেতারা কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে সফর করেন। তবে শ্রীনগর বিমানবন্দর থেকেই তাদের ফেরৎ পাঠানো হয়।

শ্রীনগর থেকে ফিরে দিল্লি বিমান বন্দরে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, প্রতিনিধি দল ওই অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলে তাদের মানসিকতা বুঝতে চেয়েছিল। কিন্তু আমাদেরকে বিমান বন্দরের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হয়নি। 

আরও পড়ুন : ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৬

ওই সময় গণমাধ্যম কর্মীদের হেনস্তার অভিযোগও করেন রাহুল। তিনি বলেন, আমাদের প্রতিনিধিদের সঙ্গে যেসব গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকেও হেনস্তা ও মারধর করা হয়েছে। এতেই বোঝা যায়, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়। 

ইত্তেফাক/কেআই/টিএস