শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রেক্সিট পেছতে ব্রিটিশ পার্লামেন্টে উচ্চকক্ষে বিল পাশ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৬

 

চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বাধ্য করতে শুক্রবার একটি বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা। এই বিল অনুযায়ী ব্রিটিশ সরকার ব্রেক্সিট পেছাতে ইউরোপীয় ইউনিয়নের-ইইউ কাছে আবেদন করবে। ব্রেক্সিট ৩১ অক্টোবর কার্যকর হওয়ার কথা ছিল।

বিলটি কোন সংশোধনী ছাড়াই সংসদের উচ্চকক্ষে পাশ হয়েছে, যার অর্থ দাঁড়াচ্ছে বিলের ব্যাপারে নিম্নকক্ষের আর কোন হস্তক্ষেপ থাকছে না। শুধুমাত্র রানী এলিজাবেথ বিলটি স্বাক্ষর করবেন। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন এখনও নিজের আগের অবস্থানে অনড় আছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, 'বিল পাশের ক্ষেত্রে তা কোনও প্রভাব ফেলবে না।'

আরও পড়ুন : উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শোকজ করা হচ্ছে : ওবায়দুল কাদের

উল্লেখ্য, ব্রেক্সিট পেছাতে এর আগেও গত ২৯ মার্চ ইইউর কাছে আবেদন করে ব্রিটেন। সে অনুযায়ী ব্রেক্সিট কার্যকরে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয় ইইউ। 

ব্রেক্সিট কার্যকরে একটি চুক্তি ব্রিটিশ আইনসভায় পাশ করাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত সোবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’কে সরে যেতে হয়েছিল। এরপরই বরিস জনসন ক্ষমতায় এসে ব্রেক্সিট সফলের ব্যাপারে নিজের শক্ত অবস্থান ব্যক্ত করেন।

কিন্তু, বিরোধী দল ও নিজ দলের কিছু এমপিদের চাপে শেষ পর্যন্ত চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরে ব্যর্থতার দিকেই যাচ্ছেন তিনি।  

ইত্তেফাক/কেআই