শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে ঢুকেছে ৪০ জঙ্গি, দাবি ভারতের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩২

ভারতীয় সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে দেশটির অধিকৃত জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে অনন্ত ৪০ জনের একটি জঙ্গি গ্রুপ। ভারতীয় নিরাপত্তাসংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি।

জম্মু-কাশ্মীর পুলিশের সাধারণ পরিচালক দিলবাগ সিং বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পাকিস্তান সীমান্ত থেকে লাইন অব কন্ট্রোলসহ কয়েকটি সীমান্ত থেকে জঙ্গিদের অনুপ্রবেশের তৎপরতা লক্ষ্য করে ভারতীয় নিরাপত্তাসংস্থা। বেশির ভাগ তৎপরতা ঠেকাতে সক্ষম হয়েছে তারা। তবে বেশ কিছু জঙ্গি সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়েছে।

পাকিস্তান সরকার এ সব জঙ্গিদের ভারতে প্রবেশে সাহায্য করছে বলে অভিযোগ করেন পুলিশের একজন কর্মকর্তা।

আরো পড়ুন: দুদক কমিশনার সেজে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন, ডিবির হাতে গ্রেফতার

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলছেন, ‘কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য তাদের এদেশে পাঠানো হচ্ছে। দেশে প্রবেশ করেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এমনকি তাদের নিজেদের মধ্যেও তারা যোগাযোগ কম করছে। একারণে ঢুকে পড়ার পর তাদের চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।'

জঙ্গিদের এ ধরনের তৎপরতা দেশের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা।

গত সপ্তাহে খালিদ ও নাজিম নামে দুইজন পাকিস্তানিকে কাশ্মীরের মুজাফফরাবাদে গুলমার্গ রেঞ্জ থেকে গ্রেপ্তার করে নিরাপত্তারক্ষীরা। দুজনই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন।

জঙ্গি অনুপ্রবেশের খবর নিশ্চিত হওয়ার পর থেকে গুলমার্গ রেঞ্জে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারতীয় সীমান্তবাহিনী।

ইত্তেফাক/মিশু/জেডএইচ