মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘সৌদিতে আরও হামলা চালানো হবে ’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৬

সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সেইসঙ্গে তিনি আরো বলেছেন, সৌদিতে হামলা অব্যাহত থাকবে এবং নতুন নতুন স্থানে হামলা চালাব।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরব পাঁচ বছর ধরে আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। তবে এখন সৌদি সরকারের সামনে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

শনিবার সৌদির আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত তেলক্ষেত্রে হামলা চালানো হয়। 

সৌদি স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের তেল স্থাপনায় ড্রোন হামলার খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, আবকাইক ও খুরাইসে অবস্থিত আরামকো কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: হামজা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছেন ট্রাম্প

এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির বিভিন্ন বিমানবন্দরে হামলা চালিয়ে আসছিল। 

ইত্তেফাক/এসআর