শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেক্সিকোর কূপে ৪৪ কাটা লাশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯

মেক্সিকোর ফরেনসিক বিশেষজ্ঞরা শনিবার জালিস্কো প্রদেশের একটি কূপ থেকে পাওয়া ৪৪টি লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছেন। লাশগুলো ১১৯টি ব্যাগে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিলো। এটা এ বছরে দ্বিতীয় সর্বোচ্চ লাশ পাওয়ার ঘটনা। 

ফরেনসিক টিমের পক্ষ থেকে জানানো হয়, বেশিরভাগ লাশই ছিন্নভিন্ন ছিলো। তাই লাশগুলো জোড়া দেওয়া ছিল একটি কষ্টসাধ্য কাজ। তারা বলেন, এখনও অনেকগুলো দেহাংশের শনাক্তকরণ সম্ভব হয় নি।

লাশ খোঁজার জন্য নিয়োজিত একটি সংস্থা ইতিমধ্যে দেশটির সরকারের কাছে শনাক্তকরণ কাজের সুবিধার্থে আরও কয়েকজন ভালো মানের বিশেষজ্ঞ পাঠানোর জন্য আবেদন করেছে। তারা বলেন, স্থানীয় ফরেনসিক ডিপার্টমেন্টের পুরো বিষয়টি সামলানোর সক্ষমতা নেই।

আরও পড়ুন: গভীর নলকূপে সংযোগ দিতে কর্তৃপক্ষের ‘অভ্যন্তরীণ জটিল সমস্যা’

উল্লেখ্য, দেশের সবচেয়ে কুখ্যাত ড্রাগ গ্যাংগুলোর বসবাস মেক্সিকোর এই জালিস্কো শহরটিতে। প্রায় প্রতিদিনই এই শহরে অনেকেই গুপ্তহত্যার শিকার হন। নিখোঁজ ব্যক্তির আত্মীয়রা প্রায় সময়ই ধর্না দেন সরকারের কাছে। 

ইত্তেফাক/মিশু/অনি