মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইইউও ব্রেক্সিট চায়: বরিস

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নও ব্রেক্সিট চুক্তি চায়। তাই ৩১ অক্টোবরের পর ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর কোনো যুক্তি তিনি দেখছেন না বলে জানান। 

গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার এবং ইইউ’র প্রধান সমঝোতাকারী মিচেল বার্নিয়ার সঙ্গে বৈঠকের পর বরিস এই কথা বলেন। তবে জাঙ্কার বলেছেন, ব্রিটেনে এখনো চুক্তি করার মতো বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি। এদিকে লুক্সেমবার্গে বরিস জনসনকে ছাড়াই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাভিয়ার বেটেল। ব্রেক্সিট নিয়ে বিক্ষোভের মুখে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি বরিস জনসন। -বিবিসি

ইত্তেফাক/এএম