শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইরানের সঙ্গে আলোচনায় তালেবান প্রতিনিধিদল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৩৫

তালেবান একটি প্রতিনিধিদলের সাথে ইরানের রাজধানী তেহরানে আলোচনা সভার কথা নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মূসাবি স্থানীয় সংবাদসংস্থাকে বলেন, 'আফগানিস্তানের সব দলের সাথে বড় পরিসরে আলোচনার অংশ হিসেবে তালেবানের ঐ প্রতিনিধিদলের সাথে আলোচনায় বসেছি আমরা।আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে আমাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে।'

এর আগে তালেবান সহকারী প্রধান আবদুল সালাম হানাফি ১৬ সেপ্টেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসেছেন বলে সুহেইল শাহীন নামে তালেবান রাজনৈতিক দপ্তরের একজন মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শাহীন আরও বলেন, বৈঠকে আফগানিস্তানে ইরানের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। একইসাথে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইরান কি কি পদক্ষেপ নেবে সে বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে তালেবানের আরেকটি প্রতিনিধিদল সম্প্রতি রাশিয়ায় গিয়েও শান্তি আলোচনার ব্যাপারে বৈঠকে বসেছে। ৩১ আগস্ট তাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনায় বসার কথা ছিল। আফগানিস্তানে প্রায় চার দশক ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এই বৈঠককে একটি মাইলফলক হিসেবে দেখছিল বিশ্বগণমাধ্যম। কিন্তু, আগের দিনই আলোচনার পথ থেকে সরে আসেন ট্রাম্প। 

ইত্তেফাক/মিশু