শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘে কাশ্মীর নয়, উন্নয়ন এজেন্ডা তুলে ধরবেন মোদি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৯

জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কাশ্মীর নয়, উন্নয়ন এজেন্ডা তুলে ধরবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শুক্রবার রাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেন।

 

তিনি আশা করছেন, এই সফরে তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারতের জন্য বড় সুযোগ তৈরি করতে পারবেন।

 

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভাষণে কাশ্মীর ইস্যুটি তুলবেন বলে আগেই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে ইমরানের আগে সাধারণ পরিষদে ভাষণ দেবেন মোদি। তিনি ভাষণে উন্নয়ন ইস্যু, সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন চট্টগ্রামে মোহামেডান, আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে র‌্যাবের অভিযান

সংবিধানের ৩৭০ ধারা বা কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ হওয়ায় মোদি কথা বলবেন না। কারণ এক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত। এমনকি গত মাসে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মোদি। যুক্তরাষ্ট্র সফরকালে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে নরেন্দ্র মোদির।  

 

 

ইত্তেফাক/ইউবি