শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হংকংয়ে বিক্ষোভ অব্যাহত, দমনের চেষ্টা পুলিশের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০২

হংকংয়ে পাঁচটি দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন গণতন্ত্রকামীরা। তারা চীনের পতাকা পুড়িয়েছেন এবং রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করেন। মূল দাবি মেনে নিলেও তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। তাদের দমনে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। খবর রয়টার্সের। 

বিক্ষোভকারীরা এবার দেশটির রেলপথকে  লক্ষ করে বিক্ষোভে নামার ডাক দিয়েছে। রবিবার দেশটির দুপুর নামার এ বিক্ষোভ শুরু হওয়ার কথা রয়েছে। 

গতকাল তুয়েন মুন শহরে বিক্ষোভের জন্য জড়ো হন গণতন্ত্রকামীরা। তারা সরকারি অফিসের দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করেন। রাস্তার ট্র্যাফিক লাইটেও আঘাত হানেন। 

পুলিশকে বাধা দিতে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পুলিশকে লক্ষ্য করে কিছু বিক্ষোভকারীকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখা যায়। এ সময় পুলিশ বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ বলছে, বিক্ষোভের কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। 

আরো পড়ুন: বিক্রমের সঙ্গে শেষপর্যন্ত যোগাযোগ করতে ব্যর্থ ভারত

গত তিন মাসের বেশি সময় ধরে রাস্তায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। সম্প্রতি চীনপন্থি বিক্ষোভকারীরাও মাঠে নেমেছেন।

ইত্তেফাক/এসআর