শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে দুই যুবকের আত্মহত্যা!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫১

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় রবিবার দুই যুবকের আত্মহত্যা করেছেন। এনআরসি তালিকা থেকে নিজেদের নাম বাদ পড়ার ভয়ে তারা আত্মহত্যা করেছেন বলে নিহতদের পরিবার দাবি করে।

তদের একজন কামাল হোসেন মন্ডল(৩৫)। বসিরহাটের সোনাদানা গ্রামের বাসিন্দা। বাড়ির পাশে আমবাগান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা দাবি করেন, নাগরিকপঞ্জিকরণের বিষয়টি জানার পর থেকেই কামাল আতঙ্কিত হয়ে পড়েন। ভোটার কার্ড, আধার কার্ড ও রেশন কার্ডে নিজের নাম সংশোধনের জন্য বেশ কয়েকদিন ধরে ছুটোছুটি করছিলেন তিনি। একইসাথে ১৯৭১ সালের আগের জমির দলিল খুঁজে না পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েন। স্বপরিবারে দেশছাড়া হতে হবে ভেবে বেশ কয়েকদিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন কামাল।’

রবিবার সকালে বাড়ির পাশের আমবাগানে তার ঝুলন্ত লাশ পায় পরিবার। স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের একজন সদস্য বলেন, ‘নাগরিকপঞ্জির বিষয়টি জানার পর থেকেই আতংকগ্রস্থ হয়ে পড়েছিলেন কামাল হোসেন এবং এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।’

আরও পড়ুন : ভাড়াটিয়াকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণ করল বাড়ির মালিকের ছেলে

এদিকে শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন কালাচাঁদ মিদ্যা(৩৫)। একই জেলার ফলতার মামুদপুরের বাসিন্দা তিনি। স্থানীয় একটি জরি কারখানায় কাজ করতেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশবাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা। কালাচাঁদের পরিবার দাবি করে, নাগরিকপঞ্জি নিয়ে স্থানীয় নেতাদের হুমকি শুনে এবং রেশন কার্ড ও ভোটার কার্ডে নাম তোলা নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। কালাচাঁদ মিদ্যার মৃত্যু বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি স্থানীয় প্রশাসন।

গত মাসে আসামে নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ নাগরিক। এরপরই নাগরিকপঞ্জি নিয়ে জনমনে আতঙ্ক ছটিয়ে পড়ে পশ্চিমবঙ্গজুড়ে। ক্ষমতাসীন বিজেপি সরকারের নেতা-নেত্রীরা পুরো ভারতেই এনআরসি চালু করার বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী বলছেন, তার দেহে প্রাণ থাকতে তিনি বাংলায় এনআরসি হতে দেবেন না।

ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে এনআরসি তালিকা তৈরি করা হলে প্রায় দুই কোটি মানুষ তাদের নাগরিকত্ব হারাবেন। সূত্র : এবিপি নিউজ

ইত্তেফাক/মিশু/কেআই