শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নতুন ট্যাংক, ড্রোন ও বোমা প্রদর্শন ইরানের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৯

নিজস্ব প্রযুক্তি নতুন ট্যাংক প্রদর্শন করেছে ইরান। রবিবার ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র মাজার কমপ্লেক্সের সামনে বিশাল প্রাঙ্গণে কুচকাওয়াজের সময় এগুলো প্রদর্শন করা হয়। 

ইরানের নতুন ট্যাংকটির নাম হচ্ছে 'হায়েল'। এই ট্যাংকটি কোনো ধরণের ফ্রিকোয়েন্সি পাঠানো ছাড়াই লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে।  শত্রুপক্ষ কোনো কিছু বুঝে উঠার আগেই অভিযান চালাতে পারে এই ট্যাংক। 

এছাড়া ইরান গতকাল কুচকাওয়াজে কামান-১২ নামের ড্রোন প্রদর্শন করেছে। এটি হচ্ছে ইরানের বিমান বাহিনীর ড্রোনের সর্বশেষ সংস্করণ। এটি উড্ডয়নস্থলের এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভিযান পরিচালনা করতে পারে। এক হাজার কেজি ওজন নিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।

আরও পড়ুন: লায়ন এয়ার বিধ্বস্তে নকশা দায়ী: ইন্দোনেশিয়া

কাসেদ নামের স্মার্ট বোমা প্রদর্শনও করে ইরান। এটি ইরানের সবচেয়ে ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমাগুলোর একটি। তথ্যসূত্র: পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর