শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিয়ের আসরে গণ্ডগোল, সঙ্গে সঙ্গেই হলো ডিভোর্স!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬

বিয়ে হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি। যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। সেখানে বিয়ের আসরেই ঘটলো ডিভোর্সের ঘটনা। ভারতের আহমেদাবাদে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় একটি গণমাধ্যমে বলা হয়েছে, বিয়ের দ্বিতীয় দিনে কনের বাড়িতে খেতে গিয়েছিল বরের বাড়ির লোকেরা। সেখানেই শুরু হয় গণ্ডগোল। ছেলের বাড়ির দাবি, যথেষ্ট পরিমাণ খাবার ছিল না। সেখানে প্লেট ও খাবার ছোঁড়াছুঁড়ি শুরু করেন অতিথিরা। বিয়ের আসরে দু‘পক্ষের মধ্যে তিক্ততা চরমে পৌঁছয়। এরপর ছেলে-মেয়ে দু‘জনেই সিদ্ধান্ত নেন, সারাজীবন একে অপরের দিকে প্লেট-খাবার ছোঁড়ার বদলে বিয়েটা শেষ করে দেওয়াই ভালো।

আরো পড়ুন: ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

এরপরে দু‘পক্ষই আইনজীবীকে ডেকে পাঠিয়ে বিয়ের মণ্ডপেই ডিভোর্স পেপারে সই করেন তারা। বিয়েতে পাত্র-পাত্রী যা উপহার পেয়েছিলেন তাও সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়।

ইত্তেফাক/বিএএফ