শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হুমকিতে সিরিয়ায় অভিযান বন্ধ হবে নাঃ এরদোগান

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:১৫

পাশ্চাত্যের হুমকিতে সিরিয়াতে সামরিক অভিযান বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এক্ষেত্রে তিনি কোন ধরনের অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাও তোয়াক্কা করবেন না বলে ঘোষণা করেছেন।  রবিবার জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষনা দেন  এরদোগান।

ভাষণে তুরষ্কের প্রেসিডেন্ট বলেন, 'সিরিয়ায় অভিযান শুরুর পর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র অবরোধের মতো হুমকি পাচ্ছি কিন্তু যারা ভাবছে এসব হুমকি দিয়ে তুরস্ককে পিছু হটানো যাবে তারা ভুল করছেন।'

অস্ত্র অবরোধের বিষয়টি নিয়ে বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে তার টেলিফোনে আলোচনা হয়েছে বলে এসময় জানান এরদোগান। তিনি বলেন, 'আমি তাকে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেছি।  আমরা সত্যিকার অর্থেই মিত্র হয়ে থাকলে আমাকে না জানিয়ে কেন কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে ন্যাটো জোটে গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারেও তাকে প্রশ্ন করেছি আমি।'

আরও পড়ুনঃ লাইসেন্সকৃত অস্ত্র বেহাত করলে লাইসেন্স বাতিল

কুর্দি গেরিলা গোষ্ঠীর সঙ্গে তুরস্কের  মধ্যস্থতার পরিকল্পনাও নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উচ্ছেদ করতে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়া সরকার এ অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

ইত্তেফাক/এসএইচএম