শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যায় শ্বেতাঙ্গ পুলিশ অভিযুক্ত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:৪৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজের ঘরে এক কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যার দায়ে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত ওই নারী তার আট বছর বয়সী ভাইয়ের ছেলেকে নিয়ে সেখানে বসবাস করতেন। সোমবার পুলিশ একথা জানায়। 

অ্যারন ডিন নামের ওই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা শনিবার ২৮ বছর বয়সী অ্যাটাশিয়ানা জেফারসনকে তার ফোর্ট ওর্থের বাসায় গুলি করে হত্যা করে। নিহত নারীর কাছে কিছু জানতে চেয়ে হাত তোলার অনুরোধ করে সাড়া না পাওয়ায় এমন কাণ্ড ঘটায় পুলিশ।

পুলিশ এ বিষয়ের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে, আবাসিক এলাকার ওই ভবন ঘিরে রেখেছে পুলিশ। তারা খোলা জানালাটি তাক করে বন্দুক ধরে আছে। তারপর জানালার ওপাশে ঘরে থাকা নারীকে হাত উপরে তোলার আহ্বান জানায়। কিন্তু তিনি তা না করলে এক পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আরো পড়ুন: হাগিবিসে বিধ্বস্ত জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৭০

এ ঘটনায় যুক্তরাষ্ট্রে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী ডালাসে অ্যাপার্টমেন্ট ভবনে এক কৃষ্ণাঙ্গ পুরুষকে হত্যার দায়ে এক শ্বেতাঙ্গ নারী পুলিশ সদস্যকে কারাদণ্ড দেয়ার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটলো। সূত্র: এএফপি

ইত্তেফাক/এমআর