শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে মোবাইল সেবা চালুর কয়েক ঘণ্টা পর এসএমএস বন্ধ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২২:২৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পোস্টপেইড মোবাইল সেবা চালুর কয়েক ঘণ্টা পরই মোবাইলে খুদে বার্তা (এসএমএস)  আদান প্রদানের সেবা বন্ধ করে দিয়েছে সরকার। একটি ট্রাকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চালক নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এএফপিকে জানায়, সোমবার রাতে আপেলবাহী একটি ট্রাক রাস্তায় রাখা ছিল। এ সময়  মুখোশ পরা দুজন অস্ত্রধারী রাস্তা থেকে ট্রাকটি সরিয়ে নিতে বলেন। কিন্তু চালক ট্রাক সরিয়ে নিতে অস্বীকৃতি জানালে অস্ত্রধারীরা চালককে লক্ষ্য করে গুলি চালায় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকে আগুন দেওয়ার ঘটনার পর সোমবার রাতেই এসএমএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জঙ্গিরা যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ না করতে পারে সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। 

আরও পড়ুন: তীরে এসে তরি ডুবলো বাংলাদেশের

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার নিরাপত্তার দোহাই দিয়ে মোবাইল সেবা বন্ধ করে দেয় সরকার। এর ৭২ দিন পর গত ১৪ অক্টোবর দুপুরে সরকার রাজ্যটিতে মোবাইল সেবা আংশিকভাবে চালু করে। কাশ্মীরে প্রায় ৪০ লাখ মানুষ মোবাইল সেবার আওতায় আছেন।

ইত্তেফাক/এসইউ