শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজেপির সভাপতির পদ ছাড়ছেন অমিত শাহ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৪:০৯

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতির দায়িত্ব ছাড়ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল অমিত শাহ জানিয়েছেন, নতুন সভাপতি পাচ্ছে দল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই দলের মধ্যে থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার’ হিসেবে কাজ করবেন এমন ধারণা মোটেও ঠিক নয়। 

আরও পড়ুন: ঘুমন্ত তুহিনকে কোলে করে নিয়ে আসেন বাবা খুন করেন চাচা

তিনি জানান, ২০১৪ সালে তিনি বিজেপি প্রধানের দায়িত্ব নেওয়ার সময়ও ঠিক এমনই কথা উঠেছিল এবং একবার তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরলেই সব জল্পনা শেষ হবে। তিনি বলেন, এটা বিজেপি, কংগ্রেস নয়। 

এনডিটিভি

ইত্তেফাক/এসি