শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তুরস্কে দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৯

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৭

তুরস্কে একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে উল্টোদিক থেকে আসা ইঞ্জিনের ধাক্কায় ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৭ জন। তুরস্কের রাজধানী আংকারায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

আংকারার প্রধান স্টেশন থেকে কোনিয়ার সেন্ট্রাল প্রদেশে যাচ্ছিল দ্রুত গতির ট্রেনটি। ট্রেনে মোট ২০৬জন যাত্রী ছিলেন। মারসানডিজ স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই একই লাইনে এসে পড়া একটি লোকোমোটিভের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানিয়েছে আংকারার গভর্নর ভাসিপ সাহিন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ট্রাম্পের অপকর্ম ঢাকার দায়ে আইনজীবী কোহেনের কারাদণ্ড

চলতি বছরের জুলাই মাসেও তুরস্কের টেকিরদাগ প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ২৪ জনের। সাম্প্রতিক সময়ে বারবার রেল দুর্ঘটনা ঘটেছে তুরস্কে। ২০০৪-এর জুলাই মাসে ভয়াবহতম রেল দুর্ঘটনাটি হয় এখানে, মারা যায় ৪১ জন যাত্রী।

ইত্তেফাক/টিএস