বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীর নিয়ে পাকিস্তানের পক্ষে কথা বলায় মোদির তুরস্ক সফর বাতিল

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৮:১৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে কথা বলায় চলতি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত তুরস্ক সফর বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি। 

আগামী ২৭-২৮ অক্টোবর সৌদি সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখান থেকে তার আঙ্কারা সফরের সূচি নির্ধারিত ছিল।

জানা গেছে, জাতিসংঘে ভাষণে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা নিয়ে প্রশ্ন তোলে তুরস্ক। 

তুর্কি প্রেসিডেন্ট সেদিন বলেন, কাশ্মীর ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং সমৃদ্ধি থেকে কোনোভাবেই আলাদা করা যায় না। তাই আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা প্রয়োজন। সংঘর্ষের মাধ্যমে এ সমস্যার সমাধান নয়। -টাইমস অব ইন্ডিয়া। 

ইত্তেফাক/এসআর