মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপানে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসলেন সম্রাট নারুহিতো

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৩২

জাপানে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করছেনে সম্রাট নারুহিতো (৫৯)। চলতি বছরের মে মাসে নারুহিতোর বাবা সাবেক সম্রাট আকিহিতো অসুস্থতার কারণে সিংহাসন ত্যাগ করেন। উত্তরাধিকার সূত্রে তখন থেকেই সম্রাট হিসেবে নারুহিতো সিংহাসনে বসলেও ঐতিহ্যগত অনুষ্ঠান বাকি ছিল। মঙ্গলবার সম্রাটের অভিষেক অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টোকিওর রাজপ্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে সম্রাটের পরনে ছিল হলুদ-কমলা রঙ্গের ঐতিহ্যগত পোশাক। সম্রাটের সঙ্গে ছিলেন সম্রাজ্ঞী মাসাকো। অনুষ্ঠানের শুরুতে সম্রাট ৬ দশমিক ৫ মিটার উঁচু এক সিংহাসনে আরোহণ করেন সম্রাট। এরপর এক আনুষ্ঠানিক ঘোষণা বাক্য পাঠ করেন। পরে একাধিক ঐহিত্যগত অনুষ্ঠানের পর নারুহিতোর সিংহাসনে আরোহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

সম্রাটের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্রের প্রিন্স চার্লসসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবে অভিষিক্ত সম্রাট এবং সম্রাজ্ঞীকে অভিনন্দন জানিয়েছেন। তাছাড়া অনুষ্ঠানের অতিথিদের সম্মানার্থে রাতের খাবারের আয়োজন করেছেন।

আরও পড়ুন:  বিডিজবস চাকরি মেলায় মিলছে ৫০ প্রতিষ্ঠানে দেড় হাজার চাকরি

সর্বশেষ ১৯৯০ সালে সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠান প্রত্যক্ষ করে জাপানি জনগণ। তাই এই অনুষ্ঠানকে ঘিরে তাদের মধ্যেও বেশ আগ্রহ ছিল। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজপ্রাসাদের বাইরে ভিড় করতে দেখা গেছে বেশ কিছু জাপানি নাগরিককে।

জাপানে এমন সময়ে সম্রাটের সিংহাসনে আরোহণ অনুষ্ঠান আয়োজন করা হল যখন ঘূর্ণিঝড় হাগিবিসে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮০ জন। তাই আজকের অনুষ্ঠানে নিহতদের প্রতি শ্রদ্ধা ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে পূর্ব নির্ধারিত প্যারেড বাতিল করা হয়।

ইত্তেফাক/এসইউ