মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মধ্যপাচ্যে আমেরিকাসহ ৫০ টি দেশের সামরিক মহড়া শুরু

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৮:১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৫০টি দেশ বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া। পারস্য উপসাগর, ওমান সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের বিস্তির্ণ এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল জিম মালয় জানিয়েছেন, সোমবার থেকে এ মহড়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং বাহরাইনে মোতায়েন পঞ্চম নৌবহর যৌথভাবে এ মহড়া পরিচালনা করছে।

 আরও পড়ুন: পদ্মা সেতুতে বসলো ১৫তম স্প্যান, দৃশ্যমান ২২৫০ মিটার

অ্যাডমিরাল মালয় বলেন, অন্য বছরের চেয়ে এবারের মহড়ায় প্রায় বিশটি দেশ বেশি যোগ দিয়েছে। এর আগে কখনো এতো বিশাল এলাকা নিয়ে এমন মহড়া হয় নি। 

তিনি জানান, ষষ্ঠবারের মতো এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে।।এবারের মহড়ায় অন্যবারের মতো চারটি ধাপ থাকবে। এসব ধাপে সেনা সদস্যদের প্রশিক্ষণ, টেবিল টপ, ক্লাসরুম এক্সারসাইজ এবং যুদ্ধজাহাজে প্রশিক্ষণ ও সেনা মোতায়েনের মতো কর্মসূচি থাকবে।  
ইত্তেফাক/এসইউ