মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় ডেঙ্গু জ্বরে ৭৪ জনের মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০১

দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৪ জন মারা গেছেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত   ৫৫ হাজারের অধিক মানুষ এ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রোগ বিস্তার বিভাগ। খবর সিনহুয়ার।


শ্রীলঙ্কান রোগ বিস্তার বিভাগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৮ অক্টোবর পর্যন্ত পুরো শ্রীলঙ্কা জুড়ে ৫৫ হাজার ৮শ ৯৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কেবল রাজধানী কলম্বোতেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮শ ৫৪ জন। 
রোগ বিস্তার বিভাগ শ্রীলঙ্কার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫টি জেলা কলম্বো, গল, গাম্পাহা, কালুয়াতারা এবং রত্নপুরাকে উচ্চ-ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। 

আরও পড়ুন: ‘ভোলার ঘটনা নিয়ে ফেসবুকে রঙ ছড়ালে কঠোর ব্যবস্থা’ 

স্থানীয় চিকিৎসকরা মাত্র ১০ মাসে এত সংখ্যক মানুষের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন। তারা প্রচণ্ড জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরানো কিংবা মূত্রথলির রোগে আক্রান্ত সকল রোগীকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন। তাছাড়া জ্বরে আক্রান্ত সকল রোগীদের পর্যাপ্ত বিশ্রাম এবং গর্ভবতী নারীদের জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।

শ্রীলঙ্কায় গত বছর ৪৮ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে মারা গিয়েছিলেন ৫৮ জন।

ইত্তেফাক/ এসইউ