শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শরণার্থী নারীদের নিয়ে মালালার নতুন বই

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০০:২৬

শরণার্থী মেয়েদের নিয়ে মালালার নতুন বই লিখেছেন মালালা। বইটির নাম 'উই আর ডিসপ্লেসড' বা 'আমরা বিতাড়িত'। ২৪৪ পৃষ্ঠার এ বইটি আজ বুধবার থেকে ভারত, পাকিস্তানসহ বিশ্বব্যাপী বইয়ের দোকানে পাওয়া যাবে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি সমাজকর্মী মালালা ইউসুফজাই এ পর্যন্ত অনেকগুলো শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। তার নতুন এ বইটিতে জীবন চলার পথে শরণার্থী শিবিরে  সন্ধান পাওয়া মেয়েদের জীবনের গল্প তুলে ধরেছেন।

বইটির প্রকাশক উইডেনফিল্ড অ্যান্ড নিকলসন এবং হ্যাশেট ইন্ডিয়া। বইটির প্রকাশনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রকাশকের পক্ষ থেকে বলা হয়েছে, 'মালালা ইউসুফজাইয়ের উই আর ডিসপ্লেসড বইটিতে তার নিজের গল্পও আছে। কারণ তিনিও একজন বিতাড়িত মানুষ। যে প্রথমে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছিলেন। তারপর ঘুরেছেন একজন সমাজকর্মী হিসেবে বিশ্বের বিভিন্ন শরণার্থী শিবিরে। কেবল যেতে পারেননি নিজের দেশে।

আরও পড়ুনঃ সৌদি আরবে নির্যাতন সইতে না পেরে দেশে চলে আসে মুক্তা

তিনি এই বইটিতে নিজের জীবনের গল্পের পাশাপাশি বিশ্বের বেশ কিছু শরণার্থী মেয়ের জীবনের অবিশ্বাস্য কিছু ব্যক্তিগত কাহিনী তুলে ধরেছেন।'

ইত্তেফাক/নূহু