কর্মমুখর নবীন নাট্যসংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ তৃতীয় বর্ষে পদার্পণ করলো আজ। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ঘরোয়া আয়োজন করেছে দলটি।
এ প্রসঙ্গে দলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ বলেন, ‘বাঙলার সু-প্রাচীন নাট্য-ঐতিহ্যর গর্বিত উত্তরসূরি আমরা। সঙ্গত কারণে, আমাদের নাট্য চর্চার সমকালীন যে বিষয়গুলো অন্ধকারে রয়ে গেছে বা দর্শক-সম্মুখে উপস্থাপিত হয় না। সে সকল বিষয়বস্তু বিনোদনের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করাই আমাদের উদ্দেশ।
তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত বহ্নিশিখার আড়ালে লুকিয়ে থাকা অ-ব্যক্ত কালো অধ্যায় আধুনিক বাঙলা নাট্যরীতি ও দেশীয় মূকাভিনয় রীতির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে রুচিশীল দর্শকের সামনে নান্দনিক প্রকাশ ঘটবে।
ব্ল্যাকফ্লেইম থিয়েটারদের কয়েকজন। ছবি: সংগৃহীত
তানভীর শেখ জানান, ‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে ২০১৭ সালে প্রতিষ্ঠিত নাট্যসংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটার ইতোমধ্যে ১২টি মূকাভিনয় প্রযোজনা মঞ্চে এনেছে। সেগুলো ঢাকাসহ সারাদেশে নিয়মিত মঞ্চায়ন করা হচ্ছে। এছাড়াও বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে মঞ্চায়ন করা হয়েছে।
ব্ল্যাকফ্লেইম থিয়েটার উল্লেখযোগ্য কাজের মধ্যে এ বছর থাইল্যান্ডের অন্যতম নাট্য সংগঠন ‘রেবেল আর্ট স্পেস’র আয়োজনে ব্যাংকক আর্ট এন্ড কালচার সেন্টারে অনুষ্ঠিত থাইল্যান্ডের মূলধারার ইন্টারন্যাশনাল পার্ফরমেন্স আর্ট ফেস্টিভ্যাল ‘রেবেল লাইভ এ্যাকশন ইকো আর্ট’ ফেস্টিভ্যালে দুইটি একক প্রযোজনার একটি করে প্রদর্শনী করে। এছাড়া ব্যাংককের অন্যতম নাট্য সংগঠন স্পাইন পার্টি মুভমেন্টের তাদের ‘প্রজেক্ট সি ব্যাংকক’র সাথে যৌথভাবে ৩টি প্রযোজনায় গ্রুপ পারফরমেন্স এ অংশগ্রহণ করেছে ব্ল্যাকফ্লেইম থিয়েটার।
মহড়া কক্ষে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’র সদস্যরা। ছবি: সংগৃহীত
এছাড়া ‘ডুমা ইন্টারন্যাশনাল মাইম ফেস্ট- ২০১৯‘, ‘ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৮’, ‘ন্যাশনাল মনোমাইম ফেস্টিভ্যাল- ২০১৮’, ‘২য় ঢাকা আন্তর্জাতিক মাইম ফেস্ট-২০১৮’, ‘৩য় চ্যাপলিন মাইম ফেস্টিভ্যাল- ২০১৮’, ঢাকার অন্যতম মূকাভিনয় সংগঠন ‘মাইম আর্ট’র আয়োজনে ও তীরন্দাজ নাট্যদল আয়োজিত ‘একুশের প্রথম প্রহর’ এ অংশগ্রহণ করেছে।
ব্ল্যাকফ্লেইম থিয়েটারের পক্ষে বলা হয়, শিল্পী, কলাকুশলী, সহকর্মী, নাট্যকর্মী সংস্কৃতিকর্মী, বিশিষ্ট নাট্য-ব্যক্তিত্ব, সাংবাদিকসহ ব্ল্যাকফ্লেইম থিয়েটারকে সহযোগীতাকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা জানানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ