রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘হাতাশার কথা আমাকে বলুন’

আপডেট : ১৯ জুন ২০২০, ০৯:১৮

সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছে। এই মৃত্যু যেমন একদিকে বলিউড জগতের অন্তরের আঁধার ও অন্যায়গুলোকে আঙুল দেখিয়েছে, অন্যদিকে তেমনই প্রশ্ন তুলেছে— ডিপ্রেশন বা অবসাদকে কোন চোখে দেখে আমাদের পারিপার্শ্বিক। অবসন্ন একটি মানুষ কী তার প্রাপ্য যত্নটুকু পান? আমরা কী আদৌ ভাবি মানসিক অবসাদে চিকিৎসা প্রয়োজন?

এই প্রশ্নের মুখেই টুইট করলেন দীপিকা পাডুকোন। তিনি এই বার্তা দিলেন, অবসাদ আর পাঁচটা অসুখের মতোই। এটা হলে চিকিত্সকের সাহায্য নেওয়া দরকার, চিকিৎসা দরকার। তিনি লেখেন, ‘হাতাশার কথা আমাকে বলুন। ডিপ্রেশন হলো যেকোনো অন্য অসুখের মতোই একটা অসুখ।’

দীপিকার এই টুইটে অবশ্য নেটিজেনদের একাংশ মোটেই খুশি হননি। তারা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন বলিউডের স্বজন পোষণের কথা, ডাক দিয়েছেন বলিউড বয়কট করার। তারা মন্তব্য করেছেন, ডিপ্রেশন আসলে কী তা নিয়ে মাথা না ঘামিয়ে দীপিকার বলা উচিত বলিউড আসলে কতটা বিষাক্ত।