শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফ্রি ফেসবুক বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:২৯

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিনামূল্যে অথবা নামমাত্র মূল্যে মোবাইল অপারেটরগুলোর যেসব ইন্টারনেট প্যাকেজ দিচ্ছিলো সেগুলো বন্ধ  হয়ে যাচ্ছে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠিতে ১৫ জুলাই থেকে মোবাইল অপারেটরগুলোকে এসব বন্ধ করতে বলেছে।

চিঠিতে বলা হয়, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী অপারেটরসমূহ তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সেবা আংশিক বা কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে বাজারে অসুস্থ প্রতিযোগিতা করছে। এসব ফ্রি সোশ্যাল মিডিয়ার সেবা নিয়ে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এদিকে মোবাইল অপারেটর গ্রামীণফোন শনিবার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ফেসবুক সংশ্লিষ্ট যাবতীয় বিনামূল্যের অফার বন্ধ করেছে তারা।

ইত্তেফাক/জেডএইচ