রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আলিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নওয়াজউদ্দিন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৬:২৫

চলতি বছরে রিল লাইফে বাজিমাত করলেও রিয়েল লাইফের সংকট যেন কাটছেই না বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। মে মাসের মাঝামাঝিতে জানা গিয়েছিল দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিচ্ছেদ চেয়েছেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। নওয়াজকে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন আলিয়া। সে সময় ব্যক্তিগত জীবনের এই বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে কথা বলেছেন আলিয়ার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে।

তিনি বলেন, ‘আমি আমার ব্যক্তিগত সম্পর্কের কোন বিষয় নিয়ে এখানে কথা বলতে পারিনা। তবে, হ্যাঁ আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আমার সন্তানদের সকল দায়িত্ব পালন করার। আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি। এর থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

স্ত্রী আলিয়ার পাশাপাশি নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তার ভাইঝি সাশা সিদ্দিকী। তার অভিযোগ, নওয়াজের ভাই মিনাজুদ্দিন সিদ্দিকী বছরের পর বছর সাশাকে যৌন হেনস্থা করেছেন। কিন্তু এসব জেনেও কখনো প্রতিবাদ করেননি নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে নওয়াজ এসব কথা মিথ্যে বলে দাবি করেছেন।

ইত্তেফাক/বিএএফ