শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে অনুকরণীয় বিজয় দিবস উদযাপন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ১৬:২১

মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন ক্রয় সামর্থ্যহীন পরিবারের শিশু-কিশোরদের মাঝে শীতের পোশাক 'হুডি', বর্ণিল বেলুন এবং মিনি জাতীয় পতাকা বিজয়ের উপহার হিসেবে প্রদান করেছ। বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর ধানমন্ডিতে এসব উপহার প্রদান করা হয়। 

কর্মসূচির সূচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। কর্মসূচির ধারাবাহিকতায় একই সময়ে দেশের ময়মনসিংহ, নাটোর,বান্দরবনের বিভিন্ন অঞ্চলে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে ৪৯তম বিজয় দিবসের উপহার হিসেবে অনুরুপ উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। 

উল্লেখ্য যে, নাম প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহের একজন মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার প্রয়াত মুক্তিযোদ্ধার পুরো নয় মাসের রাষ্ট্রীয় সম্মানী ভাতার অর্থ উক্ত কর্মসূচি পালনের জন্য সংগঠনের হাতে তুলে দেন।

ইত্তেফাক/এএএম