রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মা হারালেন অভিনেতা রুমী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৬:১৬

মা হারালেন দেশের জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমী। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টা ১০ মিনিটে ছেলে রুমীর শহীদবাগের বাসা থেকে হাসপাতালে নেবার সময় মা হামিদা হক মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বরগুনাতে তাদের নিজ এলাকায় হামিদা হকের দাফন সম্পন্ন হবে।

রুমী জানান, ‘মায়ের কিছুটা ডায়েবেটিক সমস্যা ছিল। হঠাৎ করেই শারীরিক অবস্থার কিছু অবনতি হতে শুরু করলে তাকে বাসার কাছেই হাসপাতালে নেবার সময়ই মা আমার সামনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। এখন পরিবারের অন্যদের খবর দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছি। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় প্রার্থনা করবেন। আমার আজকের অবস্থানের জন্য এই মায়ের অবদান আমি বলে শেষ করতে পারবো না।’

উল্লেখ্য, ওয়ালিউল হক রুমী বর্তমানে দেশের ব্যস্ততম অভিনেতা। বিশেষ করে নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেবার মতো অভিনয়ে রুমী অনবদ্য। প্রায় ৫ শতাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। মঞেও কাজ করছেন নিয়মিত। দর্শকদের হাসি আনন্দের মুগ্ধতা দেয়া অভিনেতা বর্তমানে জীবনের সবচেয়ে বড় শোকের সময় পার করছে।

ইত্তেফাক-বিএএফ