বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

নদী খনন করতে পাওয়া গেলো কষ্টি পাথরের মূর্তি 

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদী খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেওয়া হয়েছে। 

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলসীগঙ্গা নদীতে খনন কাজ চলছে। তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়।

মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি। জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তিটি ট্রেজারি শাখায় জমা রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে তা হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এসআই

 
unib