নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় ২৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে ১০ কিলোমিটার উত্তর-দক্ষিণের একটি জঙ্গল থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৪ শিশু, পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছে।
তারা হলেন- ভাসানচর আশ্রয়ণের ২৮ নম্বর ক্লাস্টারের এহেসান উল্লা (২২), কিসমতারা (২১), সুমাইয়া (৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাশেদ উল্লা (১০ মাস), ৮ নম্বর ক্লাস্টারের সেনোয়ারা (২৫), রিয়া মনি (৪), সিপা মনি (২), ৫০ নম্বর ক্লাস্টারের নুরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নুরুল হাকিম (১০), ২৩ নম্বর ক্লাস্টারের ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), আব্দুল কাদের (৮), নূর কাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলম রিজা (৭), ৬০ নম্বর ক্লাস্টারের আলী (১৯), ২৪ নম্বর ক্লাস্টারের সেফায়েত উল্লা (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২) ও জান্নাতুল ফেরদৌস (৮)।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ২৪ রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে ১০ কিলোমিটার উত্তর দক্ষিণের একটি জঙ্গলে অবস্থান করছিল।খবর পেয়ে ওই জঙ্গল থেকে তাদের আটক এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ড। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে ভাসানচর সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।