ভারতের মোগল আমলে হীরা আর পান্নায় বানানো বিরল দুইটি চশমা নিলামে উঠছে। লন্ডনের সোথবিস নিলাম হাউজে চলতি মাসের শেষদিকে এই নিলাম অনুষ্ঠিত হবে।
সোথবিস জানিয়েছে, ১৮৯০ সালের দিকে মোগল আমলে এই চশমাগুলো বানানো হয়। মোগল আমলের ফ্রেমেই লেন্সগুলো বসানো। নিলামে প্রতিটি চশমার দাম ২০ থেকে ৩৪ লাখ ডলার হাঁকা হবে। নিলামের আগে চশমা দুইটি হংকং ও লন্ডনে প্রদর্শিত হবে। সোথবিস মধ্যপ্রাচ্য ও ভারতের চেয়ারম্যান এডওয়ার্ড গিবস বলেন, এই অসাধারণ কারুশিল্প আগে কখনো দেখা যায়নি।
বিবিসির খবরে বলা হয়েছে, এই চশমাগুলো কারা ব্যবহার করেছেন তা স্পষ্ট নয়। তবে এগুলো মোগলদের হওয়ার সম্ভাবনাই বেশি। ১৬তম এ ১৭তম শতাব্দীতে ভারত শাসন করা এই সাম্রাজ্যটি শৈল্পিক এবং আকর্ষণীয় স্থাপত্য নির্মাণের জন্য সুপরিচিত।
সোথবিস এক বিবৃতিতে বলেছে, হীরা এবং পান্না কেটে চশমা দুইটি বানানো হয়েছে। রত্নগুলোর মান এবং বিশুদ্ধতা অনন্য আর এই আকারের পাথর যে কোনো সম্রাটেরই সংগ্রহ তাতে কোনো সন্দেহ নেই। নিলাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের চশমার নমুনা আগে প্রাচীন রোমান সাম্রাজ্যে ব্যবহারের কথা শোনা যায়। রোমান সম্রাট নিরো মূল্যবান সবুজ পাথরের চশমা পরে গ্লাডিয়েটরদের যুদ্ধ দেখতেন বলে জানা যায়। খবর বিবিসির।
ইত্তেফাক/কেকে