দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। শনিবার জি২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের দরিদ্র দেশগুলোকে ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর এএফপির।
ইতালির রোমে বিশ্বের সবচেয়ে ধনী ২০টি দেশের জোট জি২০-এর সম্মেলনের শেষ দিনে ভাষণ দেওয়ার সময় করোনা টিকার ব্যবস্থা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে নেওয়া বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের প্রসঙ্গ টেনে আনেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে ২০২২ সালের শেষ নাগাদ অন্তত ২০ কোটি ডোজ কভিড টিকা দেবে কানাডা। এর মধ্যে এক কোটি ডোজ মডার্নার টিকা যত দ্রুত সম্ভব উন্নয়নশীল দেশগুলোকে সরবরাহ করা হবে বলে জানান তিনি।
রোমে কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, টিকা উৎপাদনে সাহায্য করতে দক্ষিণ আফ্রিকাকে দেড় কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। এই তহবিল প্রযুক্তি স্থানান্তর কেন্দ্র তৈরিতে ব্যবহূত হবে, যা দিয়ে ওই অঞ্চলটি এমআরএনএ কভিড টিকা উৎপাদন করতে পারবে। ফ্রিল্যান্ড আরও বলেন, 'আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করি না, তবে আমরা নিশ্চিত যে ২০২২ সাল পর্যন্ত আমাদের এভাবেই অবদান রাখা সম্ভব।'
কানাডার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কানাডা এর আগেই চার কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় কানাডা প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আগামীতে দেশটি অবশিষ্ট টিকার ডোজ সরবরাহ করবে।